পুঁজিবাজার এ ১৫ বছরের দুঃশাসনের প্রভাব

গত ১৫ বছরে দেশের রাজনীতি ও অর্থনীতি নির্দিষ্ট কিছু গোষ্ঠী ও পরিবারের প্রভাবের কারণে সংকুচিত হয়ে পড়েছে।এর ফলে পুঁজিবাজারেও দুর্নীতি,দুঃশাসন ও বিচারহীনতার প্রভাব দেখা গেছে।

পুঁজিবাজার

শনিবার ঢাকা ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত‘পুঁজিবাজার বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ পরিকল্পনা’শীর্ষক আলোচনায় এই বিষয়ে বক্তারা আলোচনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। 

সভায় ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো:সাইফুদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন।তারা উল্লেখ করেন,পুঁজিবাজার সংস্কারে সদিচ্ছা,জ্ঞান,চাপমুক্ত পরিবেশ ও গুণগত নেতৃত্ব অপরিহার্য।অনেকে বর্তমান কমিশনের নেতৃত্বের গুণগতমান নিয়েও প্রশ্ন তোলেন।

মমিনুল ইসলাম বলেন,“পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য দুর্নীতি ও অদক্ষতা দায়ী।অন্যান্য খাতে দুর্নীতি ও বিচারহীনতার কারণে এর প্রভাব পুঁজিবাজারেও পড়েছে।তিনি বলেন,“অনেক বিনিয়োগকারী বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এখানে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করেন,যা বাজারে সমস্যা সৃষ্টি করে।”

তিনি আরও বলেন,ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে হলে পুঁজিবাজারের সংস্কৃতি পরিবর্তন জরুরি। ডিএসই বাজারের প্রাথমিক নিয়ন্ত্রক হলেও অনেক সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চলে যায়,যা তাদের দায়িত্ব নয়।ডিএসইর অনেক ভুল স্বীকার করেও তিনি বলেন,বর্তমানে শীর্ষ পদগুলো পূর্ণ করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন,“গত ১৫ বছরে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।”তিনি উল্লেখ করেন,“অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে পুঁজিবাজারের সংস্কার জরুরি।”

অনুষ্ঠানে প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজন বলেন,“বিনিয়োগ সুরক্ষায় কোম্পানিগুলোর সুরক্ষা তহবিল থাকা উচিত।এছাড়া নতুন বিনিয়োগকারী আকর্ষণে বিও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রয়োজন।” 

যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন বলেন,পুঁজিবাজারে আস্থার সংকট ও সমন্বয়হীনতা বিদ্যমান। এছাড়া বৈষম্য ও সংস্কার দুটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।তিনি আরও বলেন,এই বাজারে সদিচ্ছা, জ্ঞান,চাপমুক্ত থাকা এবং গুণগত নেতৃত্ব জরুরি।

সাংবাদিকরা সম্মিলিতভাবে মত দেন,সমন্বয়হীনতার কারণে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিএসইসি,বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন