পুঁজিবাজারে ধস ফেরাতে করের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে
বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি শেয়ারবাজারে নতুন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে,যা বাজারে ধস কাটাতে সহায়ক হবে বলে মনে করছে সংগঠনটি।
শনিবার সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো: খসরুজ্জামানউল্লেখ্য,বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি দেশের সব বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন।
শাহ মো:খসরুজ্জামান বলেন,শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকারকে ক্রেতার সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।তিনি প্রস্তাব করেন,বিনিয়োগকারীরা ট্যাক্স ফাইলে দেখানো অর্থের বাইরে অতিরিক্ত মূলধন পুঁজিবাজারে বিনিয়োগ করলে তার ওপর কর আরোপের বিধান চলতি অর্থবছরের জন্য তুলে নেওয়া হোক।
তিনি আরও বলেন,এমন একটি পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারে ব্যাপক সাড়া জাগাবে এবং দেশের অলস অর্থ কাজে লাগিয়ে বিদেশে পাচারকৃত অর্থও দেশে বিনিয়োগে আসবে।এর ফলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং অর্থনীতিতে অর্থ সরবরাহ বাড়লে সামগ্রিক অর্থনীতি চাঙা হবে।
নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,শিগগিরই সারা দেশের আইনজীবীদের পক্ষ থেকে একটি নতুন নির্বাচন পদ্ধতি চালু করার প্রস্তাব দেওয়া হবে।এই পদ্ধতি গ্রহণ করলে বাংলাদেশে স্বল্প খরচে,শান্তিপূর্ণ পরিবেশে সংঘাতমুক্ত নির্বাচন সম্ভব হবে এবং ভোটারদের আগ্রহও বাড়বে।