বাবর আজম ম্যাচ না খেললেও মাসে ২৮ লাখ ২৬ হাজার টাকা পাবেন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামান্য দেরিতে হলেও সম্প্রতি ২০২৪–২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে।২৫ জনের এই তালিকা থেকে বাদ পড়েছেন পরিচিত মুখ ফখর জামান,ইমাম উল হক এবং সরফরাজ আহমেদ অন্যদিকে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন খুররম শেহজাদ,উসমান খান এবং মোহাম্মদ আব্বাস।

বাবর-আজম

অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত থাকায় ওয়ানডে স্কোয়াডের সদস্যরা এখনও চুক্তিতে সই করতে পারেননি।এজন্য, পিসিবি ই–মেইলের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবস্থানরত খেলোয়াড়দের অনুমোদন নেওয়ার ব্যবস্থা করছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোনো খেলোয়াড়ের বেতন বা ম্যাচ ফি বাড়ানো হয়নি,তবে বাবর আজম,মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো খেলোয়াড়দের আয় কিছুটা বেড়েছে।

এ কিভাবে সম্ভব হলো?পিসিবি আইসিসি থেকে প্রাপ্ত রাজস্বের মাসিক বরাদ্দ থেকে বাবরদের জন্য কিছু অতিরিক্ত অর্থ প্রদান করছে,যা আগেই প্রতিশ্রুতি হিসেবে খেলোয়াড়দের জানানো হয়েছিল।ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম'ক্রিকেট পাকিস্তান'এই তথ্য প্রকাশ করেছে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মাসিক আয় যেনে নিন

ক্যাটাগরি মাসিক আয় (টাকায়)

  • এ ২৮ লাখ ২৬ হাজার
  • বি ১৯ লাখ ৫৮ হাজার
  • সি ৮ লাখ ৭৫ হাজার
  • ডি ৫ লাখ ৪৫ হাজার

পাকিস্তানের একজন খেলোয়াড় টেস্ট ম্যাচে পান ১২ লাখ ৫৭ হাজার ৭৯৫ পাকিস্তানি রুপি (বাংলাদেশি টাকায় ৫ লাখ ৪১ হাজার),ওয়ানডে ম্যাচে ৬ লাখ ৪৪ হাজার ৬২০ রুপি (২ লাখ ৭৭ হাজার টাকা) এবং একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪ লাখ ১৮ হাজার ৫৮৪ রুপি (১ লাখ ৮০ হাজার টাকা)।

‘এ’ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে রয়েছেন দুজন—বাবর আজম এবং সদ্য সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। তাঁদের মাসিক বেতন ৪৫ লাখ পাকিস্তানি রুপি (১৯ লাখ ৩৫ হাজার টাকা)।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ম্যাচ ফি যেনে নিন

সংস্করণ ফি (টাকায়)

  • টেস্ট ৫ লাখ ৪১ হাজার
  • ওয়ানডে ২ লাখ ৭৭ হাজার
  • টি-টোয়েন্টি ১ লাখ ৮০ হাজার

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আগে আইসিসির রাজস্ব থেকে পিসিবির বরাদ্দ হিসেবে পেতেন ১৫ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ৬ লাখ ৫৮ হাজার টাকা)।নতুন চুক্তি অনুযায়ী তাঁরা পাবেন ২০ লাখ ৭০ হাজার রুপি (৮ লাখ ৯০ হাজার টাকা)।অর্থাৎ,বাবর ও রিজওয়ান যদি কোনো ম্যাচ না-ও খেলেন,তবুও তাঁদের মাসিক আয় দাঁড়াবে ৬৫ লাখ ৭০ হাজার রুপি (২৮ লাখ ২৬ হাজার টাকা)।

‘বি’ক্যাটাগরিতে থাকা শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং টেস্ট অধিনায়ক শান-মাসুদ মাসে ৩০ লাখ রুপি বেতন পাবেন।এর সঙ্গে বোর্ডের আইসিসির শেয়ার থেকে ১৫ লাখ ৫২ হাজার রুপি (৬ লাখ ৬৭ হাজার টাকা) যোগ হবে।ফলে আফ্রিদি,নাসিম ও মাসুদের মাসিক আয় দাঁড়াবে ৪৫ লাখ ৫২ হাজার রুপি (১৯ লাখ ৫৮ হাজার টাকা),ম্যাচ না খেললেও।

‘সি’ক্যাটাগরির হারিস রউফ,সাজিদ খান,সৌদ শাকিল,শাদাব খানসহ ৯ খেলোয়াড় মাসে ২০ লাখ ৩৫ হাজার রুপি (৮ লাখ ৭৫ হাজার টাকা) আয় করবেন।আর‘ডি’ক্যাটাগরিতে থাকা আমের জামাল,কামরান গুলাম,খুররম শেহজাদ,উসমান খান,মির হামজাসহ ১১ খেলোয়াড়ের মাসিক আয় হবে ১২ লাখ ৬৭ হাজার রুপি (৫ লাখ ৪৫ হাজার টাকা)।

এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ২৫ জন ক্রিকেটার ঘরোয়া ম্যাচ খেলে বাড়তি আয় করতে পারবেন। প্রথম শ্রেণির (চার দিনের) ম্যাচে ৬ লাখ ২৮ হাজার ৮৯৮ রুপি (২ লাখ ৭০ হাজার টাকা),৫০ ওভারের (লিস্ট ‘এ’) ম্যাচে ৩ লাখ ২২ হাজার ৩১০ রুপি (১ লাখ ৩৮ হাজার টাকা) এবং টি-টোয়েন্টি ম্যাচপ্রতি ২ লাখ ৯ হাজার ২৯২ রুপি (৯০ হাজার টাকা) পাবেন বাবর, রিজওয়ান, আফ্রিদি ও শাদাবরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন